ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫২, ১২ নভেম্বর ২০২৫
কুবির ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি এ দুইদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

আরো পড়ুন:

সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আজকে ৯০তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ৩১ জানুয়ারি ‘বি’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।'

চলতি বছর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা  নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়