ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১২ নভেম্বর ২০২৫  
ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ফের আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে।

আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে সক্রিয় রয়েছে। গত ৮ নভেম্বর থেকে এই পাঁচদিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে সহিংস তৎপরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ ভবনগুলোর ছবি পোস্ট করে লেখেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

একই ছবি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচএম আল আমিন আহমেদ লেখেন, “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের সব স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে এটি মুক্ত করতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়