কৃষি গুচ্ছ পরীক্ষা: বেরোবি কেন্দ্রে অংশ নেন ২,৮১২ পরীক্ষার্থী
বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেরোবি কেন্দ্র থেকে মোট ২ হাজার ৮১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার ছিল ৯৩.৭৩ শতাংশ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদুর/জান্নাত