ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসে জবি শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, গ্রেপ্তার ২

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৪ জানুয়ারি ২০২৬  
বাসে জবি শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ করায় এক যাত্রীকে মারধরের অভিযোগে পৃথক মামলা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) পশ্চিম টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন খান বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাসচালক মো. আ. হালিম (২৯) ও সহকারী মো. আমির হোসেন (৪৫)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন। সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি উত্তরা থেকে টঙ্গী যাওয়ার পথে বাসের সংরক্ষিত আসনে বসেছিলেন জবির নারী শিক্ষার্থী। এ সময় চালক তার উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। বাস থামাতে বললে ওই নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয় বাসচালক ও হেলপার।

এ ঘটনার প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে যাত্রী নুরনবীর সঙ্গে চালক ও সহকারির ধস্তাধস্তি হয়। পরে নুরনবীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পশ্চিম টঙ্গী থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

ঢাকা/লিমন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়