ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে ‘ত্রয়োদশ সূর্যসেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬’ সম্পন্ন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৫ জানুয়ারি ২০২৬  
ঢাবিতে ‘ত্রয়োদশ সূর্যসেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬’ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জানুয়ারি ১-৪ তারিখ অনুষ্ঠিত ‘রজতজয়ন্তী উদযাপন ও ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রহমত উল্লাহ।

আরো পড়ুন:

স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনালে নটরডেম কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে। চ্যাম্পিয়ন হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হন জাররাফ চৌধুরী।

দেশব্যাপী এই বিতর্ক উৎসবে ৯৭টির অধিক টিম আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি এবং স্কুল-কলেজ পর্যায়ে ১৬টি টিম চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ২ জানুয়ারি, স্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক ৩ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হয় ৪ জানুয়ারি।

উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠানে সূর্যসেন বিতর্ক ধারার সাধারণ সম্পাদক সাজিদ হাসান সঞ্চালক হিসেবে এবং সভাপতি মোখলেছুর রহমান জাবির সভাপতিত্বে ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন সাহেদ ও সম্পাদক রাগীব আনজুম।

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়