ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

শিল্পনীতির জন্য ডিসিসিআই’র ২৫ সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২১  
শিল্পনীতির জন্য ডিসিসিআই’র ২৫ সুপারিশ

খসড়া জাতীয় শিল্পনীতি ২০২১-এ অন্তর্ভুক্ত করতে শিল্প মন্ত্রণালয়ের বিবেচনার জন্য ২৫টি সুপারিশ পেশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সম্প্রতি শিল্প সচিব কে এম আলী আজমের কাছে লিখিত সুপারিশগুলো হস্তান্তর করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।

সুপারিশে ডিসিসিআই বিদ্যমান নীতিমালায় ‘এসএমই’ খাতের সংজ্ঞা সংশোধন এবং ‘মধ্যম’ ক্যাটাগরিকে কুটির, অতিক্ষুদ্র এবং ক্ষুদ্র থেকে পৃথক করার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি ‘মধ্যম’কে বৃহৎ শিল্পের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ডিসিসিআই মনে করে, এর ফলে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের আর্থিক ও নীতি সহায়তাপ্রাপ্তির বিষয়টি আরও সহজ হবে।

এসএমই খাতের ক্লাস্টারের উন্নয়ন, পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ‘ন্যাশনাল এসএমই ক্লাস্টার ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের সুপারিশ করেছে ডিসিসিআই।

স্বল্পন্নোত দেশ থেকে উত্তরণের পর বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশ শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারাবে, যা রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। ঢাকা চেম্বার মনে করে, এ অবস্থা মোকাবিলায় রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রায় ৩.৯ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা আছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য চাহিদামাফিক মানবসম্পদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পুনঃদক্ষ করে তুলতে হবে।

দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান শুল্ক কাঠামোতে ভারসাম্য আনা খুবই জরুরি বলে মনে করে ডিসিসিআই।

পণ্যের বহুমুখীকরণ ও মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করতে টেকনোলজি অ‌্যাডাপটেশন ও ডিসিমিনেশন সেন্টার স্থাপনের সুপারিশ করছে ঢাকা চেম্বার।

ই-কমার্স খাতের সার্বিক সম্প্রসারণের লক্ষ্যে এর সঙ্গে সংশ্লিষ্ট লজিস্টিক খাতের বিকাশে একটি সমন্বিত দিকনির্দেশনা প্রণয়নেরও সুপারিশ করছে ডিসিসিআই।

ঢাকা চেম্বার মনে করে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) আমদানিবিকল্প এসএমই শিল্প স্থাপনে প্লট বরাদ্দে বিশেষ বিবেচনা এবং আর্থিক প্রণোদনা সহায়তা দেওয়া প্রয়োজন। সারা দেশে ছড়িয়ে থাকা এসএমই উদ্যোক্তদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে ‘এসএমই ব্যাংক’ স্থাপনেরও প্রস্তাব করেছে ঢ‌াকা চেম্বার। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে একটি ‘ক্রাইসিস মিটিগেশন ফান্ড’ তৈরির সুপারিশ করা হয়েছে।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বেপজা, বিডা, বেজা এবং বাংলাদেশ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে প্রস্তাবিত শিল্পনীতির সমন্বয় করার আহ্বান জানিয়েছে ডিসিসিআই।

ঢাকা/শিশির/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়