কর্মসংস্থান ব্যাংকের পর্ষদে মোস্তাফা কামাল মজুমদার

সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তাফা কামাল মজুমদারকে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে ব্যাংকটির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনায় সই করেছেন উপ-সচিব আফছানা বিলকিস।
এক নির্দেশনায় বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালকের পদ থেকে আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর আদেশে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংক আইন ১৯৯৮ এর ধারা ৯(১)(খ) অনুযায়ী সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদারকে কর্মংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক হিসেবে তার যোগাদনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা/হাসনাত/হাসান/রফিক