ঢাকায় ডাচ্-বাংলা ব্যাংকের কিছু বুথ বন্ধ
রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার বেশ কয়েকটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) সাময়িকভাবে বন্ধ থাকবে।
রবিবার (২০ জুলাই) রাত ৯টা থেকে আগামীকাল সোমবার (২১ জুলাই) রাত ১০টা পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
যেসব এলাকায় এই সময়ের মধ্যে এটিএম ও সিআরএম সেবা বন্ধ থাকবে সেগুলো হলো: মগবাজার, মালিবাগ, রামপুরা, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা, দোহার উপজেলা ও আশপাশের এলাকা।
তবে এই সময়ে সংশ্লিষ্ট শাখায় ব্যাংকিং সময় চলাকালীন শুধু সেই শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
ঢাকা/এনএফ/ইভা