ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমান বিধ্বস্তের ঘটনায় বিএসইসির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২১ জুলাই ২০২৫  
বিমান বিধ্বস্তের ঘটনায় বিএসইসির শোক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (২১ জুলাই) বিএসএসসি থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিএসইসির শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরো উল্লেখ করা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়