ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিও রুলস

মতামত জানতে অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডেকেছে বিএসইসি  

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৯, ৭ ডিসেম্বর ২০২৫
মতামত জানতে অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডেকেছে বিএসইসি  

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য নতুন প্রাথমিক গণপ্রস্তাব রুলস বা আইপিও আইনের খসড়া সম্প্রতি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইনের বিভিন্ন বিষয়ে মতামত জানতে ইতোমধ্যে বেশ কিছু অংশীজনের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।

এরই ধরাবাহিকতায় পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় বা অতালিকাভুক্ত লাভজনক কয়েকটি কোম্পানিকে আইপিও আইনের খসড়ার ওপর মতামত জানতে ডেকেছে বিএসইসি। 

৮ ডিসেম্বর বিকাল তিনটায় বিএসইসির সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এ বিষয়ে কোম্পানিগুলোকে ডেকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখন পর্যন্ত নয়টি কোম্পানিকে চিঠি দিয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনোভিয়া ফার্মা পিএলসি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি বাংলাদেশে শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়ন্ত্রক কাঠামো আধুনিকীকরণ এবং শক্তিশালী করার লক্ষ্যে পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা-২০২৫ এর খসড়া প্রস্তুত করেছে। বিস্তৃত অংশীদারদের সম্পৃক্ততা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমিশনের প্রতিশ্রুতির অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সঙ্গে  অংশগ্রহণমূলক আলোচনার আয়োজন করেছে।

এ বিষয়ে আগামীকাল সোমবার আগারগাঁও বিএসইসির কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা/এনটি// 

সর্বশেষ

পাঠকপ্রিয়