সীতাকুণ্ডে দেশের প্রথম ‘সুখী গ্রাম’ উদ্বোধন
১৫ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’— একটি মানবিক ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুতফুন্নেসা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানসহ আয়োজনে ছিল মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ (এমএফএসএস)।
‘সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারের কাছে— যা ‘সুখী বাড়ি’ নামে পরিচিত ৩৬০° সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই পাইলট কার্যক্রমে ৫০টি পরিবার অন্তর্ভুক্ত ছিল, যা ছিল বাস্তব জীবনে সুখী ইকোসিস্টেমের প্রথম বাস্তবায়ন। এখানে ডিজিটাল উদ্ভাবন, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্ব একত্রে নিশ্চিত করেছে যেন প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুখী ফ্যামিলি হেলথ কার্ড, যার মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকাপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবে। পাশাপাশি ঘোষণা করা হয় ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ, যা পরিচালিত হবে সুখী অ্যাপের মাধ্যমে।
এ ছাড়া সীতাকুণ্ড এলাকায় অবস্থিত পার্টনার ল্যাব থেকে স্বাস্থ্য পরীক্ষায় হেলথকার্ডধারীরা পাবে বিশেষ ছাড় যা তাদের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে।
‘সুখী গ্রাম’ প্রমাণ করলো যে প্রযুক্তি, সহযোগিতা এবং সহমর্মিতা একত্রীভূত হলে স্বাস্থ্যসেবা যেকোনো ঘরেই পৌঁছে যেতে পারে। সুবিধাবঞ্চিত কমিউনিটিগুলোর প্রতি সুখীর যেই প্রতিশ্রুতি এই উদ্যোগের মাধ্যমে তারই ধারাবাহিকতা প্রমানিত হল। প্রান্তিক মানুষের সুস্থ, নিরাপদ এবং সচেতন ভবিষ্যৎ গড়তে সুখী আগামীতেও এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করে যাবে বলে আয়জকেরা আশা ব্যাক্ত করেন। -বিজ্ঞপ্তি।
ঢাকা/রাসেল