ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম‌্যান ও এমডি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ৮ জানুয়ারি ২০২৫  
পেনিনসুলা চিটাগংয়ের চেয়ারম‌্যান ও এমডি নিয়োগ

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির নতুন চেয়ারম‌্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ দুই পদে নিয়োগ সম্পন্ন করেন। 

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ‌্য মতে, কোম্পানিটির নতুন চেয়ারম‌্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা তাহির আরশাদ। আর কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব উর রহমান। গত ৩১ ডিসেম্বর থেকে তারা দুইজন কোম্পানিটির চেয়ারম‌্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানিটির পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান ও এমডির নিয়োগের প্রস্তাব পাস করা হরেছে। 

প্রসঙ্গত, দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। সর্বশেষ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৪.২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৮৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭.৭৯ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়