ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে পতন সিএসইতে উত্থান, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৪, ৫ জানুয়ারি ২০২৬
ডিএসইতে পতন সিএসইতে উত্থান, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে।একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত রবিবার (৫ জানুয়ারি) নতুন মুনাফার হার বাতিল করে পুরোনো হার বহাল রাখার প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। এর নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এর আগে গত দুই কার্যদিবস পুঁজিবাজার বেশ ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল।

আরো পড়ুন:

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়।তবে বেলা ১২টার পর থেকে পতন হতে থাকে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৩টি কোম্পানির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

এদিন ডিএসইতে মোট ৪৮৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৭৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৩৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৫৭ পয়েন্ট বেড়ে ৮৫৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

সিএসইতে ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়