ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরমান আলিফের ‘আসাম’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরমান আলিফের ‘আসাম’

বিনোদন ডেস্ক : ‘অপরাধী’ খ্যাত তরুণ সংগীতশিল্পী আরমান আলিফ। বরাবরের চেয়ে এবার ভিন্ন ঘরানার একটি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘আসাম’ শিরোনামের গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন জিমি শাহ। সংগীতায়োজন করেছেন নমন।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন বিকাশ সাহা। প্রকাশিত মিউজিক ভিডিওতে দেখা যায়, পাহাড়ি অঞ্চলের এক প্রেমিক যুগলকে। যারা শৈশব থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা তাদের এ সম্পর্কে ছেদ টানে। এই প্রেমিক যুগলের চরিত্রে অভিনয় করেছেন শুভ্র ও অনন্যা।

গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এ পর্যন্ত যতগুলো গান গেয়েছি সেগুলো আধুনিক ও প্রেম-বিরহ ঘরানার গান ছিল। এই গানটি পাহাড়ি ধাঁচের। কথা, সুর ও সংগীতায়োজনসহ সবকিছুতেই রয়েছে অন্যরকম একটা টান।’

এছাড়া আরমান আলিফ তার ফেসবুক ফ্যান পেজে গানটি শেয়ার করে লিখেছেন, ‘আসামের অসহায়দের জন্য ছোট্ট একটা করণীয়। যদি একটু কাজে লাগে।’

দেখুন : ‘আসাম’ গানটি




রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়