ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবন থেকে কী মুছে ফেলতে চান পরিণীতি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১
জীবন থেকে কী মুছে ফেলতে চান পরিণীতি?

বলিউডের আলোচিত অভিনেত্রী পরিণীতি চোপড়া। ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক দশকের অভিনয় ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জীবন থেকে কিছু সময় মুছে ফেলতে চান এই অভিনেত্রী। 

পরিণীতি চোপড়ার এমন ইচ্ছার কথা শুনে অনেকে অবাক হয়েছেন। প্রশ্ন তুলেছেন রুপালি জগতের আলোয় মোড়া এই অভিনেত্রীর জীবনে কী এমন ঘটেছিল যে, তা আজ মুছে ফেলতে চান! ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিণীতি চোপড়া বলেন—‘কলেজে পড়ার সময় আমার ওজন খুব বেশি ছিল। সেই সময়টা জীবন থেকে মুছে ফেলতে পারলে খুব ভালো হতো! আমার শরীর ভালো ছিল না এবং বিরাট চেহারা ছিল। এখন নিজের শরীরের ব্যাপারে এতটাই সচেতন যে ভাবি, তখনকার সময়টা যদি মুছে ফেলা যেত। সেসব ছবি দেখলে ডিলিট করে দিতে ইচ্ছে করে।’

আরো পড়ুন:

জীবনের এক সময়ে নিরাপত্তাহীনতায়ও ভুগেছেন পরিণীতি চোপড়া। এ অভিনেত্রী বলেন—‘জীবনের কিছু বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতাম। খুব মনমরা হয়ে থাকতাম। তবে আজ আমি যা তৈরি হয়েছি সেই অভিজ্ঞতাগুলোর জন্যই। তাই আমি কখনো পরিবর্তন করব না নিজের সেই খারাপ অভিজ্ঞতাগুলোকে। কিন্তু ছোটবেলায় ফিরে যেতে পারলে, নিজেকে খেলাধুলায় যুক্ত করব।’

পরিণীতি চোপড়ার পরবর্তী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ঋভু দাশগুপ্ত পরিচালিত এ সিনেমা আজ (২৬ ফেব্রুয়ারি) টেফ্লিক্সে মুক্তি পাবে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংরেজি সিনেমার রিমেক এটি। এতে আরো অভিনয় করেছেন—কীর্তি কুলহারি, অদিতি রাও হায়দারি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়