Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

বনদস্যু নিরবের খপ্পরে মিথিলা

প্রকাশিত: ১১:৫২, ৫ মে ২০২১   আপডেট: ১১:৫৯, ৫ মে ২০২১
বনদস্যু নিরবের খপ্পরে মিথিলা

মাথায় ছোট চুল, চোখে কাজল, গলায় ঝুলছে তাবিজ, গলার ক্ষত থেকে রক্ত ঝরছে, গায়ে খাকি পোশাক, কোমরে পিস্তল, তার পেছনে উঁকি দেওয়া সূর্যের আলোর মতো ঝলমলে মিথিলা। যার হাতে শোভা পাচ্ছে আকাশমুখো পিস্তল। চারপাশে ঘন সবুজ জঙ্গল। এটুকু স্পষ্ট, দু’জনার গল্পটি প্রেম কিংবা বনদস্যু ঘরানার। ‘অমানুষ’ সিনেমার পোস্টারে এমনটা দেখা যায়।

মঙ্গলবার (৪ মে) মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার ফার্স্টলুক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও মিথিলা। এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে নাম লেখিয়েছেন মিথিলা।

অনন্য মামুন বলেন, ‘করোনার মধ্যেই সিনেমাটির শুটিং করেছি। অনেক কাঠ-খড় পুড়িয়ে ঢাকা, বান্দরবানে টানা ১৬ দিন শুটিং করেছি। বাকি আছে মাত্র এক সপ্তাহের কাজ। খুব দ্রুতই বাকি কাজ শেষ করবো। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।’

মিথিলার সঙ্গে বন্ধুত্বের কথা জানিয়ে নিরব বলেন, ‘আমি আর মিথিলা ভালো বন্ধু। পুরো কাজে সেই আন্তরিকতার ছাপ দেখতে পাবেন। পোস্টারে যার খানিক প্রতিচ্ছবি রয়েছে। তবে সিনেমাটি ঘিরে আরো রহস্য জমা আছে। যা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।’

‘অমানুষ’ সিনেমায় বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত এক নারীর চরিত্রে। যিনি মূলত বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে যান জলে-জঙ্গলে। সেখানে গিয়ে ডাকাত নিরবের খপ্পরে পড়েন। আপাতত গল্প এর চেয়ে বেশি বলতে নারাজ নিরব-মিথিলা-মামুন।

‘অমানুষ’ সিনেমায় আরো অভিনয় করছেন—রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, নওশাবা, আনন্দ খালেদ প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়