ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্বামীর পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পার বক্তব‌্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৫৫, ২ আগস্ট ২০২১
স্বামীর পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পার বক্তব‌্য

স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর তুমুল আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। পুলিশি জেরার মুখেও পড়েছেন তিনি। তাকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, ভাবমূর্তি নষ্ট করার জন্য আদালতের শরণাপন্ন হয়েছিলেন এই অভিনেত্রী। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার আনুষ্ঠানিক বক্তব‌্য দিলেন শিল্পা।

রোববার (২ আগস্ট) দুপুরে শিল্পা তার ইনস্টাগ্রামে একটি লিখিত বক্তব‌্য পোস্ট করেছেন। লেখার শুরুতে সাম্প্রতিক দিনগুলো পার করার বিষয়ে লিখেন, ‘আমাদের জন‌্য গত বেশ কিছুদিন বেশ চ্যালেঞ্জের ছিল। অনেক গুঞ্জন, অভিযোগের পাহাড় পার হতে হয়েছে। মিডিয়া ও আমাদের তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের থেকে অনেক অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছি। অনেক ট্রল, প্রশ্ন… শুধু আমাকে নয়, আমার পরিবারকেও এর মধ‌্য দিয়ে যেতে হয়েছে।’

স্বামীর পর্নোগ্রাফি কাণ্ড নিয়ে কোনো মন্তব‌্য করবেন বলেও জানান শিল্পা। তিনি লিখেন, ‘এ বিষয়ে আমার কী বক্তব্য? আমি এখনো এ নিয়ে মন্তব্য করিনি, করবও না। কারণ পুরো বিষয়টি আইনের আওতাভুক্ত। আমার জীবন দর্শন বলে—আমি তারকা তাই, অভিযোগ করো না, কাউকে কিছু ব্যাখ্যা করতেও যেও না। একটা কথাই বলব, তদন্ত চলছে। মুম্বাই পুলিশ ও ভারতীয় বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। রাজের পরিবার হিসেবে আমরাও আইনের পথে চলছি।’

সবাইকে অনুরোধ করে শিল্পা লিখেন, ‘একজন মা হিসেবে সবাইকে অনুরোধ করছি, অন্তত আমার সন্তানদের জন‌্য অর্ধসত্য তথ্যকে হাতিয়ার করে মন্তব‌্য করা থেকে বিরত থাকুন। আমি ভারতের একজন আইন অনুসরণ করা গর্বিত নাগরিক। ২৯ বছর কষ্ট করে নিজেকে এ জায়গায় দাঁড় করিয়েছি। মানুষ আমাকে বিশ্বাস করেন। আমি আজ পর্যন্ত কারো সম্মানহানি হতে দিইনি। আর এ কারণে আমার পরিবার ও তার গোপনীয়তা রক্ষার অধিকারের দাবি জানাচ্ছি। এই মিডিয়া ট্রায়াল আমাদের প্রাপ্য নয়। আইনকে আইনের পথে চলতে দিন।’

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হন। পর্নো তৈরি ও তা প্রচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর থেকে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা। পরবর্তী  সময়ে ২৯ মিডিয়া ব্যক্তিত্ব ও মিডিয়া হাউজের বিরুদ্ধে মানহানি মামলা করেন শিল্পা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়