ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিত্রনায়িকা শিমুর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৫, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৩৭, ১৮ জানুয়ারি ২০২২
চিত্রনায়িকা শিমুর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে মরদেহটি পাওয়া যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রাইমা ইসলাম শিমু নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন:

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমায় প্রথম অভিনয় করেন শিমু। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন। তা ছাড়া ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ দেশের শীর্ষস্থানীয় অনেক পরিচালকের নির্দেশনায় আরো কিছু সিনেমায় কাজ করেন তিনি।

বড় পর্দার পাশাপাশি নাটক-টেলিফিল্মেও কাজ করেছেন শিমু। গত কয়েক বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অর্ধ শতাধিক নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়