ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গণপরিবহনে হয়রানির তিক্ত অভিজ্ঞতা জানালেন রাভিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৩ জুলাই ২০২২   আপডেট: ১৪:৫৯, ৩ জুলাই ২০২২
গণপরিবহনে হয়রানির তিক্ত অভিজ্ঞতা জানালেন রাভিনা

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ‘দুলহে রাজা’, ‘মোহরা’, ‘জিদ্দি’ ইত্যাদি সুপারহিট সিনেমার নায়িকা  তিনি। মুম্বাইয়ের গণপরিবহনে তার তিক্ত অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কারশেড স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে নিজের মতামত প্রকাশ করেন রাভিনা। এই সময় নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেন, মধ্যবিত্তদের সংগ্রাম তিনি কীভাবে বুঝবেন। এর পরিপ্রেক্ষিতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেত্রী কয়েকটি টুইট করেন। এতেই তার অভিজ্ঞতার কথা জানান।

রাভিনা লেখেন, ‘কৈশোরে লোকাল বাসে চলাচল করেছি, ইভ টিজিংয়ের শিকার হয়েছি, চিমটি কাটা থেকে শুরু করে মেয়েরা যতভাবে উত্যক্ত হয়, সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। প্রথম গাড়ি কিনেছি ৯২ সালে। উন্নয়নকে স্বাগত জানাই। আমাদেরও দায়িত্বশীল হতে হবে। শুধু একটি প্রজেক্ট নয়, আমরা জঙ্গল কেটে ফেলছি। বন্যপ্রাণীর সুরক্ষা দিন।’

সবাইকেই জীবনের কোনো না কোনো সময় সংগ্রাম করতে হয় বলে মনে করেন এই অভিনেত্রী। অপর এক টুইটে তিনি আরো লিখেছেন, ‘কারো জীবনই সুখের নয়। সাফল্য পেতে সবাইকেই সংগ্রাম করতে হয়। আমি নিশ্চিত আপনারও বাড়ি/গাড়ি আছে। যেদিন ভূমিকম্প, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানবে প্রথমে সাধারণ মানুষই ভোগান্তির শিকার হবেন। তখন উচ্চবিত্তরা ঠিকই তাদের সুইজারল্যান্ডের বাড়িতে চলে যাবেন।’

নেটিজেনদের একজন লোকাল ট্রেন থেকে এক ব্যক্তির পড়ে যাওয়ার ভিডিও রাভিনাকে ট্যাগ করেন। পাশাপাশি শেষ কবে এই অভিনেত্রী লোকাল ট্রেনে চড়েছেন তা প্রশ্ন করেন। এর পরিপ্রেক্ষিতে টুইটারে রাভিনা লেখেন, ‘১৯৯১ সাল পর্যন্ত আমি এভাবেই চলাফেরা করেছি। একটি মেয়ে হয়ে কাজ শুরু ও সফল হয়ে গাড়ি কেনার আগে আপনার মতো এরকম অপরিচিত মানুষের হয়রানির শিকার হয়েছি। আপনি নাগপুরের বাসিন্দা। আপনার শহর সবুজে ভরা। আপনি সৌভাগ্যবান। অন্যের সাফল্য ও উপার্জন থেকে ঈর্ষা করবেন না।’

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়