কোলে ৯ মাসের পুত্র, ফের অন্তঃসত্ত্বা রিয়ান্না
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরেছেন পপতারকা রিয়ান্না। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামের মঞ্চে উঠে দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দিলেন এই ক্যারিবিয়ান গায়িকা। গত বছরের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন রিয়ান্না। ৯ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে জমকে দেন তার ভক্তদের।
আমেরিকান ফুটবল টুর্নামেন্ট এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই। খেলা তো বটেই, তার মাঝের হাফটাইম শো নিয়েও হয় ব্যাপক মাতামাতি। এখানে পারফর্ম করেন বিশ্বের নামী পপতারকারা। রোববার রাতে (১২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সেখানে পারফর্ম করলেন রিয়ান্না। আর এই মঞ্চে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন এই শিল্পী।
মঞ্চে পারফরম্যান্সের শুরুতে বেবি বাম্প দেখান রিয়ান্না। এ গায়িকা বলেন—‘মনে হচ্ছে কেউ একজন আসছে। তবে আমি নিশ্চিত নই, দেখা যাক।’ দ্বিতীয় সন্তান আগমনের বিষয়টি রিয়ান্না নিশ্চিত না করলেও অনুষ্ঠান শেষে এ গায়িকার মুখপাত্র ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন রিয়ান্না অন্তঃসত্ত্বা।
এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না। ২০২২ সালে প্রথম সন্তানের বাবা-মা হন এসাপ ও রিয়ান্না। এটি তাদের দ্বিতীয় সন্তান।
‘বিচ বেটার হ্যাভ মাই মানি’ দিয়ে পারফরম্যান্স শুরু করেন রিয়ান্না। আর শেষ করেন ‘ডায়মন্ড’ দিয়ে। মাঝের সময়টাতে শোনান তার বহুল চর্চিত ‘অনলি গার্ল (ইন দ্য ওয়ার্ল্ড)’, ‘ওয়ার্ক’, ‘আমব্রেলা’-এর মতো গান।
ঢাকা/শান্ত