ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

‘আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:২৫, ৫ আগস্ট ২০২৪
‘আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই’

গণঅভ্যুত্থানের মুখে আজ পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। রাজধানীতে চলছে আনন্দ মিছিল। এই উত্তাল সময়ের হাওয়া বইছে পুরো দেশজুড়ে।

কোটা সংস্কার আন্দোলন সময়ের সঙ্গে এক দফা দাবিতে রূপ নেয়। এ আন্দোলনের শুরু থেকেই শোবিজ অঙ্গনের তারকাদের কেউ কেউ একাত্মতা ঘোষণা করেন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর অন্য সাধারণ মানুষের মতো তারকারাও নিজেদের অভিমত ব্যক্ত করছেন সোশ্যাল মিডিয়ায়। চলুন জেনে নিই কে কী বললেন—

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জোরালো অবস্থানে দেখা গেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ফেসবুক স্ট্যাটাসে ‘৪২০’খ্যাত এ নির্মাতা লেখেন, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করব! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ-কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং সিমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাব। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশি ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস।’

চিত্রনায়িকা পরীমণিও এ আন্দোলনের সপক্ষে কথা বলেছেন। আজ বিকালে এ নায়িকা তার ফেসবুকে লেখেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল—প্রকৃতি হিসাব রাখে মা।’

এ আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সপক্ষে জোরালো অবস্থান নেন ‘মহানগর’খ্যাত পরিচালক আশফাক নিপুণ। শেখ হাসিনার পদত্যাগের পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে নির্মাতা আশফাক নিপুণ লেখেন, ‘স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনা থেকে মুক্ত বাংলাদেশ! এটা সম্ভব করার জন্য কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আমার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। এটা মাত্র শুরু। আমরা আমাদের মাতৃভূমিকে সংস্কার করব।’

স্বামী-সন্তানসহ যুক্তরাজ্যে বসবাস করেন ‘একজীবনে এত প্রেম পাব কোথায়’ গানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মাহমুদা আমিন শায়না। দূর দেশে থেকেও এ আন্দোলনের সপক্ষে কথা বলেছেন। আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আমাদের শহীদ ভাই-বোনদের জন্য অনেক অনেক শ্রদ্ধা। তোরা আমাদের মনে জীবিত থাকবি আজীবন।’ আরেক পোস্টে শায়না লেখেন, ‘আন্দোলন চলাকালীন যাদের গ্রেপ্তার করা হয়েছে। অতি শিগগির ছাত্র-শিক্ষক, শিল্পী আর সাধারণ জনতার বিনাশর্তে মুক্তি দাবি করছি।’

টিভি অভিনেত্রী মনিরা আক্তার মিঠু নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “মুগ্ধদের বাংলাদেশে যাদের কলিজায় পানি নাই, তাদের পানি খাওয়ান। তাদের আঘাত না করে ঠিক মুগ্ধর মতোই বলেন ‘পানি লাগবে পানি’।” 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খানও যুক্তরাজ্যে বসবাস করেন। দূর দেশ থেকে তারও অবস্থান আন্দোলনকারীদের পক্ষে ছিল। আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ভিতরে যে এত দেশ প্রেম ছিল তা আগে বুঝি নাই! ছাত্র-জনতা বুঝিয়ে দিলো।’ আরেক পোস্টে ঈশিকা খান লেখেন, ‘এই আবেগ, এই কান্না! আহা! আজ চিৎকার করে এই খুশির কান্না কানতে চাই।’

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়