ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

চব্বিশে থেমে গেল অভিনেত্রীর জীবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
চব্বিশে থেমে গেল অভিনেত্রীর জীবন

কিম সাই-রোন

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সাই-রোনে মারা গেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার বাসা থেকে ২৪ বছর বয়েসি এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের সিওংসু-ডংয়ে অবস্থিত কিমের বাসা। এক বন্ধু কিমের সঙ্গে দেখা করার জন্য আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে তার বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে কিমকে মৃত অবস্থায় পান। এরপর পুলিশকে খবর দেন কিমের বন্ধু।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা এখন পর্যন্ত হত্যার মতো কোনো প্রমাণ খুঁজে পাইনি। তবে আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করছি।”

আরো পড়ুন:

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হন কিম। তার গাড়িটি রেলিং এবং ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা দেয়। পরে এই অভিনেত্রীকে ২০ মিলিয়ন ওন (১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার) জরিমানা করা হয়।

গত বছরের এপ্রিলে একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন কিম। কিন্তু স্বাস্থ্যগত কারণে বিতর্ক তৈরি হয়। এরপর নাটকটি থেকে বাদ পড়েন এই অভিনেত্রী।

২০০০ সালের ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন কিম। ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এ সিনেমার জন্য এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। 

কিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ দ্য ম্যান ফ্রম নোহোয়ার’, ‘দ্য নেইবার’, ‘আ গার্ল এট মাই ডোর’, ‘ম্যানহোল’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়