ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে দেখা দিলেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২০ জুন ২০২৫   আপডেট: ১৬:৫১, ২০ জুন ২০২৫
একসঙ্গে দেখা দিলেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী

শুভশ্রী-দেব

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে।

দীর্ঘ বিরতির পর গত বছর একই মঞ্চে দেখা যায় শুভশ্রী-দেবকে। অতিথি হিসেবে শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন দেব। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয়। তাতে দেখা যায়, দেব যখন শুভশ্রীকে পুরস্কারটি তুলে দেন, তখন শুভশ্রী চোখ তুলে দেবের দিকে তাকায়নি।

আরো পড়ুন:

প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। তারপর কেটে গেছে এক দশক। কিন্তু মুক্তির আলো পায়নি সিনেমাটি। অবশেষে সব বাধা কাটিয়ে ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। কিন্তু সিনেমাটির প্রচারে কি দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সব সংশয় কাটিয়ে একসঙ্গে দেখা দিলেন দেব-শুভশ্রী।

দেব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শুভশ্রীর পরনে কালো রঙের টপ, জিন্স। এ অভিনেত্রী বলেন, “নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি।” তারপরই ভেসে ওঠে দেবের মুখ। তাকেও কালো টি শার্ট ও নীল জিন্সে দেখা যায়। তিনি বলেন, “নমস্কার আমি দেব।” ফের ক্যামেরার সামনে আসেন শুভশ্রী। এ নায়িকা বলেন, “১২ বছর পর।” দেব বলেন, “আমরা আবার একসঙ্গে।”

এরপর শুভশ্রী বলেন, “সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে।” দেব বলেন, “আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু।” তারপর অভিনেত্রীকে বলতে শোনা যায়, “ধূমকেতু আসছে বড় পর্দায়।” নায়িকার কথার রেশ টেনে অভিনেতা বলেন, “অবশেষে এই ১৪ আগস্ট।” শেষে শুভশ্রী বলেন, “আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সকলের সঙ্গে বড় পর্দায়।” দেব বলেন, “আমাদের সিনেমা ধূমকেতু আসছে ১৪ আগস্ট।”

দেব-শুভশ্রীর ভিডিওটি প্রকাশ্যে আসার পর তাদের ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন লেখেন, “দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।” আরেকজন লেখেন, “পর্দায় আবার সেরা জুটি ফিরছে।” অন্যজন লেখেন, “প্লিজ একসঙ্গে সিনেমার প্রচারে আসবেন।” একজন লেখেন, “আনন্দটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়