রইস উদ্দিনের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন অপু বিশ্বাস
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। সেই কান্না নাড়া দিয়েছিল পুরো দেশকে। ঘটনাটি নজরে এসেছিল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসেরও। মানবিক উদ্যোগে তিনি নিজ খরচে এই বৃদ্ধকে পাঠিয়েছিলেন পবিত্র ওমরাহ পালনে।
সম্প্রতি ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরে আসেন রইস উদ্দিন। আর কৃতজ্ঞতার টানে নিজ গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানান অভিনেত্রী অপু বিশ্বাসকে।মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামে যান অপু।
অপুর ফেসবুক আইডি থেকে করা লাইভ ভিডিওতে দেখা যায়—গ্রামের মানুষজন ভিড় জমিয়েছে শুধু অপুকে একনজর দেখার জন্য। সেখানে রইস উদ্দিন নিজ হাতে অভ্যর্থনা জানান তাকে। বাবার বয়সী হওয়ায় রইস উদ্দিনকে ‘বাবা’ ডেকে আবেগে ভাসেন অপু। টিনের ঘরে বসে দীর্ঘ সময় আড্ডা দেন তার পরিবারের সদস্যদের সঙ্গে।
শেষে ‘মেয়ে’ ডাকা অপুর হাতে তুলে দেন রইস উদ্দিন একটি বিশেষ উপহার। উপহার প্যাকেটে ছিল—সৌদি আরবের খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তসবিহ।
বিসমিল্লাহ বলে উপহার গ্রহণ করে আবেগাপ্লুত অপু বলেন, “বিশেষ উপহার পাওয়ার পর ধন্যবাদ জানানোর কিছু নেই। যেহেতু আমি উনাকে ‘বাবা’ বলেছি, বাবার কাছ থেকে পাওয়া আশীর্বাদই আসল সম্পদ। তিনি আমার ও আমার সন্তানের জন্য যে দোয়া করেছেন, জমজমের পানি, খেজুর, তসবিহ, জায়নামাজ এনেছেন—এটাই আমার জন্য দোয়া হয়ে থাকল।”
গত কোরবানি ঈদে আলোচনায় আসেন রইস উদ্দিন। উত্তরার দিয়াবাড়ী হাটে গরু বিক্রি করতে গিয়ে তিনি ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই পান জাল নোটে। প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঢাকা/রাহাত/এসবি