ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব মোটু বলে পঁচাতো এখন আর বলার সুযোগ নেই: অপু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১২, ২৬ আগস্ট ২০২৫
শাকিব মোটু বলে পঁচাতো এখন আর বলার সুযোগ নেই: অপু

অপু বিশ্বাস

বেশ কিছুদিন আগে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন এই জুটির সন্তান আব্রাম খান জয়। সে সময়ের ভালো ভালো অনেক স্মৃতি জমে আছে অপু বিশ্বাসের মনে। সেই স্মৃতি থেকে তিনি একটি পডকাস্টে বেশ কিছু কথা বলেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘‘মজার স্মৃতি অনেক আছে। একটা মজার স্মৃতি হচ্ছে, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিলো, আমি আসতে একটু দেরি করেছিলাম। জয় আইসক্রিম খেতে চেয়েছিলো। আমি আইসক্রিম আনতে গিয়েছিলাম। এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি জোরে জোরে বলছিলাম, এই আমাকে নেবে না। একটা ভিডিও দেখবেন, আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটা জয়ের বাবা করে দিয়েছিলো। ঘোড়ার যারা রাইড করে, তারা আমাকে পরে ঘোড়ায় উঠিয়ে দেয়। আমি শাকিবকে বললাম, তুমি এইটা কেন করলে, ও বললো যে, ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। তখন একটু মোটাও ছিলাম। শাকিব বললো, দৌড়াও, মোটাটা একটু কমবে। ’’

আরো পড়ুন:

অপু আরও বলেন, ‘‘শাকিব মাঝে মাঝে মোটু, মোটু বলে পঁচাতো, এখন আর বলার সুযোগ নেই। কারণ আমি এখন শুকিয়ে গেছি। ’’

ওই পডকাস্টে নেটিজেনদের করা বুলিংয়ের বিষয়েও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্ট করি, আবার মাঝে মাঝে ততটা কষ্ট লাগে। তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এতো অনর্থক করেন? ’’

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় একসঙ্গে সময় পার করেছেন শাকিব খান, বুবলী আর এই জুটির সন্তান শেহজাদ খান বীর। নেটিজেদের একাংশ বলছে, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য ওইসব ছবি তুলেছেন তারা। এ বিষয়ে অপু বিশ্বাসের মত হচ্ছে, ‘‘হতে পারে। আমি যেহেতু আমেরিকার নাগরিক হতে যাইনি। সো, এই বিষয়ে কোনো রুলস আমি পড়িওনি, জানিও না। ’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়