ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অপু বিশ্বাস

‘ঢালিউড কুইন’খ্যাত তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। বড় পর্দায় তার উপস্থিতি নেই বললেই চলে! তবে বিভিন্ন ফ্যাশন হাউজের ফটোশুটে প্রায়ই দেখা যায় এই নায়িকাকে।   

ফের নববধূ রূপে ক্যামেরাবন্দি হলেন অপু বিশ্বাস। যার একটি রিলস ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তাতে দেখা যায়, অপুর পরনে সাদা রঙের পোশাক। চুলের বেণীতে শোভা পাচ্ছে বেশী ফুল। কপালে টিকলি, কানে দুল, হাতে বালা। 

আরো পড়ুন:

রিলস ভিডিওর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “রানিরা কাউকে অনুসরণ করে না, রাজকীয় মহিমায় সবাই তাদের প্রতি আকৃষ্ট হয়।” প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।  

তন্নী নামে একজন লেখেন, “আমি এখন সত্যি পাগল হয়ে যাইতাছি আপু। তুমি কি শুরু করলে এগুলা? তোমাকে দেখতে অনেক অনেক অনেক অনেক অনেক সুন্দর লাগছে।” আরেকজন লেখেন, “আমাদের বিউটি কুইন অপু বিশ্বাস আপুকে খুবই সুন্দর লাগছে।” অন্যজন লেখেন, “রূপের রানি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।  

২০০৫ সালে ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অপু বিশ্বাস। পরের বছরই ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমায় নায়ক হিসেবে পান শাকিব খানকে। এফ আই মানিক নির্মিত সিনেমাটি মুক্তির পর চারপাশে খ্যাতি ছড়িয়ে পড়ে অপু বিশ্বাসের। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়