ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫  
‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’

মায়ের সঙ্গে অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেফালী বিশ্বাস। ঠিক পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সেই শূন্যতা এখনো পূর্ণ হয়নি অপুর জীবনে। 

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। তার কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। 

আরো পড়ুন:

এদিকে, একই বছর (২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মা হন। অর্থাৎ পুত্রসন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন তিনি। তাই সেপ্টেম্বর মাসটি অপুর  জীবনে যেমন আনন্দের, তেমনি বেদনারও। 

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়