ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানদের রেহাই দিতে বললেন সেলিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৬, ২৯ নভেম্বর ২০২৫
সন্তানদের রেহাই দিতে বললেন সেলিনা

সেলিনা জেটলি

দুবাইয়ের হোটেল ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করে সংসার পেতেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই সংসার ভেঙেছে। এই আবহে স্বামী পিটার হ্যাগের সঙ্গে তার পুরনো ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। কখনও সন্তানদের সঙ্গে তাদের সুখী দাম্পত্যের ছবিও প্রকাশিত হচ্ছে। এ বার এই ধরনের ছবি না ছাপানোর অনুরোধ জানালেন অভিনেত্রী।

সেলিনা জেটলি বলেন, ‘‘আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।” 

আরো পড়ুন:

প্রসঙ্গত, সেলিনা এবং পিটার ২০১১ সালে বিয়ে করেন। ২০১২-তে প্রথম তাদের যমজ সন্তান হয়। ২০১৭ সালে দম্পতির দ্বিতীয় বার যমজ সন্তান হয়। চার সন্তানের একজনের হৃদরোগে মৃত্যু হওয়ায় দম্পতির বর্তমানে তিন সন্তান।

সেলিনা নিজের জীবন সম্পর্কেও কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘একাকী একজন নারী বিদেশে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী— যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই!” 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়