ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরিয়ার বরেণ্য অভিনেতা আন সাং-কি মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:১৭, ৫ জানুয়ারি ২০২৬
কোরিয়ার বরেণ্য অভিনেতা আন সাং-কি মারা গেছেন

আন সাং-কি

দক্ষিণ কোরিয়ার বরেণ্য অভিনেতা আন সাং-কি মারা গেছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে সিউলের সুনচুনহিয়াং বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। দক্ষিণ কোরিয়ার আধুনিক চলচ্চিত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন আন সাং-কি। দ্য কোরিয়া টাইমস এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদন জানানো হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর বাড়িতে খাবার খাওয়ার সময়ে আন সাং-কির গলায় খাবার আটকে গিয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুনচুনহিয়াং বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। কিন্তু কোনো চেষ্টায় তাকে ফেরানো যায়নি। মৃত্যুর সময়ে তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

২০১৯ সালে আন সাং-কির ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর ২০২০ সালে জানানো হয়, ক্যানসার নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে রোগটি আবার ফিরে আসে। তারপর থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। স্বাস্থ্যগত এতটা চ্যালেঞ্জ থাকার পরও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অসুস্থতার পর ২০২৩ সালে একটি চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে দেখা দেন এই অভিনেতা।  

১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আন। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন। কিম কি-ইয়াং নির্মিত ‘দ্য টোয়ালাইট ট্রেন’ তার অভিনীত প্রথম সিনেমা। এটি ১৯৫৭ সালে মুক্তি পায়। একই পরিচালকের বিখ্যাত হরর ঘরানার ‘দ্য হাউজমেইড’ সিনেমায় অভিনয় করেন তিনি। এটি ১৯৬০ সালে মুক্তি পায়। ছয় দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১৪০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।  

‘আ ফাইন, উইন্ডি ডে’ (১৯৮০) এর মতো সিনেমা উপহার দিয়ে সুপারস্টার হয়ে ওঠেন আন। এই সিনেমার জন্য সেরা নতুন অভিনেতা বিভাগে দেইজং ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। এরপর ‘চিলসু অ্যান্ড মানসু’, ‘টু কপস’, ‘নোহোয়্যার টু হাইড’, ‘সিলমিডো’, ‘রেডিও স্টার’, ‘দ্য ডিভাইন ফিউরি’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়