মায়ের শাড়িগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি: ফারিণ
মায়ের শাড়িতে সেজেছেন তাসনিয়া ফারিণ
মায়ের প্রতি সন্তানের আবেগ-দুর্বলতা ব্যাখ্যাতীত। বিশেষ করে মায়ের শাড়ির সঙ্গে কন্যার নানারকম স্মৃতি জড়িয়ে থাকে। শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী তার মায়ের পুরোনো শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার মায়ের শাড়ি নিয়ে আবেগময় গল্প শুনালেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফারিণ তার ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে দেখা যায়, শাড়িতে সেজেছেন এই আলোচিত অভিনেত্রী। কেবল তাই নয়, ছবির ক্যাপশনে মায়ের প্রতি প্রতি ভালোবাসা প্রকাশ করে ফারিণ বলেন, “প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হবে। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব মজার মজার।”
পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি তাসনিয়া ফারিণের মায়ের সংগ্রহে রয়েছে; যা তার ভীষণ প্রিয়। তার ভাষায়—“এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমার-ই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই নাই। আমি নিয়ে রেখে দিছি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো।”
মায়ের শাড়িতে সেজেছেন তাসনিয়া ফারিণ
মায়ের ভালোবাসায় অভিভূত হয়ে তাসনিয়া ফারিণ বলেন, “আমার তো মনে হয়, আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনই।”
মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণকে দেখে দর্শকরা যেমন মুগ্ধতা প্রকাশ করছেন, তেমনিই ‘মা ও শাড়ি’ নিয়ে ফারিণের বক্তব্য নেটিজেনদের মনে নাড়া দিয়েছে।
মায়ের শাড়িতে সেজেছেন তাসনিয়া ফারিণ
অন্তরা নামে একজন লেখেন, “হ্যাঁ দুনিয়ার সবচেয়ে সুন্দর মায়ের শাড়ি, মায়ের শাড়ি পরে বড় হই আমরা, আবার আমরাও মা হয়ে ওঠি।” কৌশিক বাবু লেখেন, “বাহ কি চমৎকার বাংলা লেখা। নিজের অনুভূতিগুলি শেয়ার করলেন ফারিণ। ভালো থাকুন আর সবসময় মায়ের শাড়িগুলি পরার চেষ্টা করবেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
ঢাকা/শান্ত