ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবপুর আসন থেকে মনোনয়নপত্র কিনলেন সিরাজ মোল্লা

হানিফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১২ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিবপুর আসন থেকে মনোনয়নপত্র কিনলেন সিরাজ মোল্লা

সিরাজ মোল্লা

জেলা প্রতিবেদক
নরসিংদী, ১২ নভেম্বর : আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ শিবপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন।

রোববার সকাল ১১টায় তিনি ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী। এছাড়া শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজ মোল্লা নরসিংদী জেলা থেকে প্রথম মনোনয়নপত্র ক্রয় করলেন। তার ওই মনোনয়নপত্র ক্রয়ের প্রক্রিয়া ছিল উৎসবমুখর। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা হরতাল উপেক্ষা করে ঢাকায় চলে আসেন। সকাল ১০টায় তারা মিছিল সহকারে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন। সকাল ১১ টায় সিরাজুল ইসলাম মোল্লা আওয়ামী লীগ অফিসে পৌঁছান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন।

 

রাইজিংবিডি / হানিফ / আরকে
 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়