ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শরীয়তপুর জেলার মানচিত্র

জেলা প্রতিবেদক
শরীয়তপুর, ১৬ জানুয়ারি: জেলার জাজিরা উপজেলার পুরাতন লাউখোলা এলাকায় বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে জুলহাস মাদবর (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত জুলহাস মাদবর নাওডুবা মোহর আলী মাদবরের কান্দি গ্রামের মৃত হোসেন মাদবরের ছেলে।
এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ টেম্পুর আরো তিন যাত্রী আহত হয়েছেন। আহত তিনজন হচ্ছে লালমনিরহাটের মফিজুল ইসলাম এবং ভেদরগঞ্জের স্বামী-স্ত্রী করিম বেপারী ও মনোয়ারা বেগম।

 
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে মঙ্গলমাঝির ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিটিং বাস (সিলেট জ ১১-২৮৭) এর সঙ্গে পুরাতন লাউখোলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বেবীটেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়। এর মধ্যে আহত জুলহাস মাদবরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।

আহত বাকি তিনজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

জাজিরা থানার উপপরিদর্শক সবুর জানান, বেলা ১১টার সময় পুরাতন লাউখোলা নামক স্থানে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
 

 

রাইজিংবিডি / জামাল  / রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়