ঢাকা     রোববার   ০৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ সন্ধ্যার আকাশে উঠবে ২০২৬ সালের প্রথম ‘সুপারমুন’

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৫৯, ৩ জানুয়ারি ২০২৬
আজ সন্ধ্যার আকাশে উঠবে ২০২৬ সালের প্রথম ‘সুপারমুন’

ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রথম সুপারমুন আজ শনিবার (৩রা জানুয়ারি) সন্ধ্যার আকাশে দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনার সময় চাঁদকে স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখা যাবে। সূর্যাস্তের পরপরই পূর্ব আকাশে তাকালেই চোখে পড়বে এই মনোমুগ্ধকর দৃশ্য।

নাসা ও স্পেস ডটকম-এর তথ্য অনুযায়ী, ‘‘আজ বিকেলেই চাঁদ তার পূর্ণাঙ্গ রূপে পৌঁছাবে। তবে খালি চোখে সবচেয়ে ভালোভাবে এটি উপভোগ করা যাবে সূর্যাস্তের পর।’’

আরো পড়ুন:

এই সুপারমুনের আরেকটি নাম হচ্ছে ‘উলফ মুন’
আজকের এই সুপারমুনটি পরিচিত ‘উলফ মুন’ নামে। বছরের এই সময় উত্তর গোলার্ধে নেকড়ের ডাক বেশি শোনা যেত বলে ঐতিহাসিকভাবে জানুয়ারির পূর্ণিমাকে উলফ মুন বলা হয়।

কেন এটি বিশেষ?
বছরের অন্য সময়ের পূর্ণিমার তুলনায় আজকের সুপারমুন— ১৪ শতাংশ বেশি বড় এবং  ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে। চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরের কারণে সেটিকে অনেকটা কমলা বা হলুদাভ মনে হতে পারে। এই দৃষ্টিভ্রমকে বলা হয় ‘মুন ইলিউশন’।

সুপারমুন কীভাবে হয়?
চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে তার কক্ষপথের সবচেয়ে কাছের বিন্দুতে আসে এবং একই সময়ে পূর্ণিমা হয়, তখন সেই পূর্ণিমাকেই বলা হয় সুপারমুন।আজ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে প্রায়  ৩ লাখ ৬২ হাজার ৬৪১ কিলোমিটার।

পরিষ্কার আকাশ পেলে আজ সন্ধ্যায় একবার হলেও আকাশের দিকে তাকান—প্রকৃতির এই বিরল সৌন্দর্য চোখে ও মনে ধরে রাখার মতো।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়