‘পুলিশ আঙ্কেল আমাদের ঝগড়া মিটিয়ে দিন’
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি
পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশে প্রাথমিক স্কুলের সাত শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিলো। সেই ঝগড়া থামানোর উপায় হিসেবে শিশু শিক্ষার্থীরা স্থানীয় পুলিশের কাছে যায়। কর্তব্যরত পুলিশ অফিসারও বিষয়টিকে বড় কোনো মামলার মতোই গুরুত্ব দিয়ে সমাধান করেন। ঘটনাটি ঘটেছে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায়।
থানায় ঢুকেই এক শিশু কর্তব্যরত পুলিশ অফিসারকে ‘‘পুলিশ আঙ্কেল আমাদের ঝগড়া মিটিয়ে দিন।’’
কর্তব্যরত অফিসার গুও ওয়ানওয়েই শিশুদের সাদরে গ্রহণ করেন। তিনি শিশুদেরকে থানার সালিশ কক্ষে নিয়ে যান। এরপর যেকোনো গুরুত্বপূর্ণ কেসের মতোই গুরুত্বের সঙ্গে দেখেন। ধৈর্যের সাথে শিশুদের প্রশ্ন করেন, ‘‘কী ঘটেছে?’’
শিশুদের বোঝার সুবিধার্থে তিনি খুব সহজ ভাষা ব্যবহার করেন। সম্মান, যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘‘ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না। অন্যদের মতামত সহ্য করা এবং যুক্তি দিয়ে কথা বলার মধ্যেই প্রকৃত শক্তি রয়েছে।’’
সবশেষে শিশুরা বিবাদ মেটাতে পুলিশের কাছে আসায় তিনি তাদের প্রশংসা করে বলেন, ‘‘তোমরা যে সমস্যা সমাধানের জন্য আমার কাছে এসেছ, তা আইনের শাসনের প্রতি তোমাদের বিশ্বাসকেই প্রমাণ করে, যা সত্যিই অবিশ্বাস্য ভালো ব্যাপার।’’
প্রায় ৩০ মিনিট ধরে চলা এই সালিশের পর শিশুরা একে অপরের অবস্থান বুঝতে পারে। তারা একজন আরেকজনের সঙ্গে করমর্দন করে বিবাদ মিটিয়ে নেয়। ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা একে অপরের সাথে আরও ভালোভাবে কথা বলবে বলেও পুলিশকে কথা দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে নেটিজেনরা পুলিশ অফিসারের এমন সংবেদনশীল আচরণের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ঢাকা/লিপি