ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বে কারা বেশি পড়েন, কোন বই বেশি পড়েন?

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:৩০, ২ নভেম্বর ২০২৫
বিশ্বে কারা বেশি পড়েন, কোন বই বেশি পড়েন?

ছবি: প্রতীকী

সম্প্রতি সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন বিশ্বের ১০২ টি দেশের নাগরিকেরা বছরে কতটি বই পড়েন, বই পড়ায় কত সময় ব্যয় করেন, তা নিয়ে একটি জরিপ করে। এতে দেখা গেছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের  নাগরিকরা  সবচেয়ে বেশি বই পড়েন। তারা বছরে গড়ে প্রায় ১৭টি বই পড়েন। অন্যদিকে, যদি বই পড়ার পেছনে ব্যয় করা সময়ের হিসাবে দেখা হয়, তাহলেও মার্কিন  নাগরিকরা এগিয়ে। তারা প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৭ ঘণ্টা সময় নিয়ে শীর্ষে রয়েছেন। এই হিসাবে তাদের ঠিক পরেই আছে  ভারত।  যেখানে একজন ব্যক্তি সপ্তাহে প্রায় ৭ ঘণ্টা (৫ মিনিট কম) বই পড়েন।

আমেরিকানরা ই-বুক বা অডিও বইয়ের চেয়ে বেশি মুদ্রিত বই পড়েন। আমেরিকানদের বই পড়ার প্রবণতা দিন দিন আরও উল্লেখযোগ্য হারে বাড়ছে। 

আরো পড়ুন:

পবিত্র কুরআন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পঠিত বই

গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের পর থেকে মানুষ ডিজিটাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার দিকে বেশি ঝুঁকতে শুরু করেছে। সমানভাবে মুদ্রিত এবং মিডিয়ার মিশ্রণ এবং কেবল প্রিন্ট বই পড়ার মধ্যে ভাগ করা হয়েছে।

সর্বকালের সর্বাধিক পঠিত বইয়ের তালিকায় বাইবেল এক নম্বরে এবং কুরআন দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া সর্বাধিক পঠিত বইয়ের মধ্যে হ্যারি পটার সিরিজ, কালেকশনন্স অব কোট ফ্রম দ্য কোটেশন্স ফ্রম চেয়ারম্যান মাও সে তুং, লর্ড অফ দ্য রিংস ইত্যাদি।

লর্ড অফ দ্য রিংস-বই এর প্রচ্ছদ 

জরিপে অন্তর্ভূক্ত ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের ৯৭তম স্থানে আছে। বাংলাদেশের পরের সারিতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, ব্রুনাই এবং আফগানিস্তান।

উল্লেখ্য, কিছু জরিপে দেখানো হয়েছে বই পড়ায় সবচেয়ে বেশি সময় ব্যয় করে ভারতীয়রা। 

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়