ঢাকা     রোববার   ২৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

রাজশাহীতে প্রকাশ্যে গাঁজা চাষ

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২১ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে প্রকাশ্যে গাঁজা চাষ

গাঁজাচাষী তোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোরে গ্রামবাসীকে জিম্মি করে প্রকাশ্যে গাঁজা চাষ করছেন এক ব্যক্তি। উপজেলার কামারগাঁ গ্রামের মৃত সোহরাব শেখের ছেলে তোজাম্মেল শেখ এ অপকর্মটি করছেন।

 

কিন্তু চাচা আবদুল ওহাব শেখ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হওয়ায় স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তোজাম্মেল শেখ চাচার দাপট দেখিয়ে তিন মাস আগে তার জমিতে গাঁজার গাছ রোপণ করেন। কামারগাঁ মৎস্যজীবী পাড়ার ধারে শিব নদীর পাশে তার জমিতে সাতটি বড় গঁাঁজার গাছ রয়েছে।

 

সোমবার সেখানে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে তাদের দেখে গ্রামবাসী ভিড় জমালেও কেউ মুখ খুলছেন না।

 

কিছুক্ষণ পর গাঁজাচাষী তোজাম্মেল ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের বলেন, তিন মাস আগে নয়টি গাঁজার গাছ রোপণ করা হয়েছিল, দুটি গাছ মরে গেছে। বাকি সাতটি বেঁচে আছে। তিনি আরো বলেন, ‘আমার চাচা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আপনারা যা খুশি লিখতে পারেন।’

 

তোজাম্মেল তার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমি এখানে একটি মাজার তৈরির চেষ্টা করছি। আপনারা (গণমাধ্যমকর্মীরা) পারলে সহযোগিতা করেন।’

 

নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত গ্রামের নারী পুরুষরা বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের ভাতিজা তোজাম্মেলের গাঁজা চাষের বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জাননো হলেও রহস্যজনক কারণে প্রশাসন দেখেও না দেখার ভান করছে।

 

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

যোগাযোগ করা হলে তানোর উপজেলা নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভুইয়া বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডারের ভাতিজা গাঁজাচাষ করে। বিষয়টি আমি জেনেছি। তাকে বিষয়টি দেখার জন্য বলেছিলাম। গাঁজা চাষ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

তবে উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার ওহাব শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

 

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২১ এপ্রিল ২০১৫/ তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়