ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টার করোনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টার করোনা

মাদুরোর ঘনিষ্ঠ উপদেষ্টা রোদ্রিগেজ (বাঁয়ে)

ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটার বার্তায় বুধবার (১২ আগস্ট) এ কথা নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

সুস্থবোধ করলেও স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন হোর্হে রোদ্রিগেজ। টুইটারে তিনি লিখেছেন, ‘যদিও আমার শারীরিক অবস্থা ভালো, কিন্তু আমাকে অবশ্যই আইসোলেশনে যেতে হবে এবং ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশ ও চিকিৎসা মেনে চলতে হবে।’

মাদুরো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আক্রান্ত হলেন রোদ্রিগেজ। ভেনেজুয়েলান রাষ্ট্রীয় টিভির ক্যামেরায় প্রেসিডেন্টের সঙ্গে প্রায়ই দেখা যেতো তাকে।

প্রেসিডেন্টের পক্ষে মাঝেমধ্যে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য দিতেন যোগাযোগমন্ত্রী।

ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ২৯ হাজার ৮৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজারের বেশি মানুষ।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়