ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিবিয়া উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২০
লিবিয়া উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ২২ জন উদ্ধার

লিবিয়া থেকে ইউরোপে বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, বুধবার নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় শহর জালিতেন থেকে নৌকাটি যাত্রা করেছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে  বলে তারা আশঙ্কা করছেন।

আরো পড়ুন:

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, লিবিয়ার জেলেরা বৃহস্পতিবার রাতে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করতে সক্ষম হন। তারা ২২ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। এদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, মিসর, সোমালিয়া ও ঘানার নাগরিকরা ছিলেন। ডুবে যাওয়া ১৬ জনের মধ্যে এ পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছে কিনা তা জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়