ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাহরাইনে আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

দিলারা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাহরাইনে আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

ফাইল ফটো : আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : বাহরাইনের একটি বাড়িতে আগুন লেগে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী মানামার মাখারকা এলাকার তিনতলা ভবনটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের নাম জানাতে পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরা হলেন মোশাররফ হোসাইন ও আবু জালাল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।      

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টার পর ওই ভবনে আগুন লাগে।  তিন বাংলাদেশির মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। অগ্নিনিরাপত্তা-ব্যবস্থার ত্রুটির কারণে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে ২০১৩ সালে মানামার ওই এলাকার একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। ২০১২ সালে অন্য একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিলেন ১০ বাংলাদেশি শ্রমিক।


 

রাইজিংবিডি / দিলারা / ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়