ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৬ জুলাই ২০২২   আপডেট: ১২:৫৩, ২৬ জুলাই ২০২২
ভারতে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

ভারতের গুজরাটে বিষাক্ত মদ্যপানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন। তাদের অধিকাংশরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ জুলাই)  ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানায়।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, মদপানে মারা যাওয়াদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। তাদের বাড়ি আহমেদাবাদ ও বোটাদ জেলার গ্রামগুলোতে। 

গুজরাটের পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, বোটাদ জেলা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা নকল মদ তৈরি ও বিক্রিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (ভাবনগর রেঞ্জ) অশোক কুমার যাদব বলেন, ঘটনাটি তদন্তের জন্য এবং নকল মদ বিক্রিকারীদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ-র্যাংকের অফিসারের অধীনে একটি তদন্ত দল (এসআইটি) গঠন করা হচ্ছে। গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চও তদন্তে যোগ দিচ্ছে।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়