ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ইসরায়েলে হামলা করো না, ইরানকে বাইডেনের সতর্কবার্তা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:১২, ১৩ এপ্রিল ২০২৪
ইসরায়েলে হামলা করো না, ইরানকে বাইডেনের সতর্কবার্তা 

ছবি: বিবিসি

ইসরায়েলের ওপর হামলার বিষয়ে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যেকোনো প্রকার হামলা হলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১২ এপ্রিল) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, ‘আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওই রাষ্ট্রের প্রতি সব সময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনও সফল হতে পারবে না।’

তিনি বলেন, ‘ইসরায়েলে কোনো হামলা নয়— ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে বোমা হামলায় ১৩ জন নিহত হন। এ হামলা যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল, বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া গেছে। ইসরায়েল এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে,  এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

 

তথ্যসূত্র : বিবিসি

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়