ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতের তেলেঙ্গানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৯, ৪ ডিসেম্বর ২০২৪
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতের তেলেঙ্গানা

শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল।  

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন। সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করা শুরু করেছেন নেটিজেনরা।

‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক এক্স ইউজার লিখেছেন, “গত ২০ বছরে প্রথমবারের মতো তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। কেন্দ্রস্থল মুলুগু জেলায়। হায়দরাবাদসহ সমগ্র তেলঙ্গানায় কম্পন অনুভূত হয়েছে।”

 এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়