ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিহত হয়েছেন বাশার আল আসাদ?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৬, ৮ ডিসেম্বর ২০২৪
নিহত হয়েছেন বাশার আল আসাদ?

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে একটি ইসরায়েলি ও একটি ইরানি সংবাদমাধ্যম। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

শনিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহীরা। রবিবার খবর আসে, প্রেসিডেন্ট আসাদ একটি বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর অফিস ছেড়েছেন এবং দেশ ত্যাগ করেছেন। তবে আসাদ এখন কোথায় তা জানায়নি।

রুশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতির কিছুক্ষণ আগে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান জানায়, সিরিয়ার লাতাকিয়া শহরের রুশ বিমান ঘাঁটি থেকে একটি পরিবহন বিমান উড্ডয়ন করেছে এবং বিমানটিতে আসাদ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ছিল। এটি আসাদের আলাউইট সম্প্রদায়ের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু তারপরে বিমানটি আকস্মিকভাবে উল্টোপথে যাত্রা করে এবং মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।

দুটি সিরিয়ান সূত্র জানিয়েছে, উচ্চ সম্ভাবনা রয়েছে যে আসাদ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। কারণ কেন বিমানটি আশ্চর্যজনকভাবে ইউটার্ন নেওয়ার পর অদৃশ্য হয়ে যায় তা রহস্যপূর্ণ।

ইরানের মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে। তার বিমানটি বিধ্বস্ত বা ভূপাতিত হয়ে থাকতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়