ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩৭, ১৪ জানুয়ারি ২০২৫
ভারত থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপর ডিজেল কেনার বিষয়টি অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন:

প্রতিবেদন অনুসারে, এ বছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই পরিমাণ ডিজেল বাংলাদেশ ভারত থেকে আমদানি করবে। এর জন্য বাংলাদেশের খরচ পড়বে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস লিখেছে, এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭.৪ মিলিয়ন মেট্রিক টন। এর মধ্যে ৪.৬ মিলিয়ন টন ডিজেল, যার ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়। বাকি স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। বিপিসি নিয়মিতভাবে এনআরএল থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে আমদানি করছে বাংলাদেশ।

এর আগে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়