ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

সরাসরি: ‘ইরানে রেজিম চেঞ্জ হলে কে ক্ষমতায় বসবে, তা কেউ বলে দিতে পারে না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৫:৫৫, ২৩ জুন ২০২৫
‘ইরানে রেজিম চেঞ্জ হলে কে ক্ষমতায় বসবে, তা কেউ বলে দিতে পারে না’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানে রেজিম চেঞ্জ (শাসন ব্যবস্থায় বদল) চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন অনেকে তার সুরে কথা বলছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এ অবস্থায় খামেনি তার উত্তরসূরিদের মনোনয়ন দিয়ে রেখেছেন; যাতে তাকে হত্যা করা হলেও নেতৃত্বের শূন্যতা তৈরি না হয়। 

ইরানে শাসন পরিবর্তনে নেতানিয়াহুর মতিগতি ধরে কথা বলেছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) যাচাইকরণ ও নিরাপত্তা নীতি সমন্বয় দপ্তরের সাবেক প্রধান তারিক রউফ। তিনি নেতানিয়াহুকে ইরানে সরকার পতনের চেষ্টার ব্যাপারে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার (২৩ জুন) আলজাজিরাকে তারিক রউফ বলেছেন, “নেতানিয়াহু অনেক দিন ধরেই ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন দেখতে চাইছেন। তিনি ইরানি নেতৃত্বের ওপর বিশ্বাস করেন না। কিন্তু বর্তমান শাসনব্যবস্থার যদি পতন হয়, তাহলে ফলাফল কী হবে, আমরা কেউই তা জানি না।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “আমরা দেখেছি ইরাকে কী ঘটেছিল। আমরা দেখেছি লিবিয়ায় কী ঘটেছিল। তাই বাইরে থেকে কেউই নিশ্চয়তা দিতে পারবে না, একটি প্রতিষ্ঠিত সরকার উৎখাত হলে কে ক্ষমতায় আসবে, পরিস্থিতি কেমন হবে, কিংবা সেখানে গৃহযুদ্ধ শুরু হবে কি না।”

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়