ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেসিডেন্ট হওয়া সবচেয়ে বিপজ্জনক কাজ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৮:৪৬, ২৮ জুন ২০২৫
প্রেসিডেন্ট হওয়া সবচেয়ে বিপজ্জনক কাজ: ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে তার নীতিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যাপক ক্ষমতা প্রদানের পর ডোনাল্ড ট্রাম্প তার জীবনের ওপর হুমকির কথা স্মরণ করছিলেন। সংবাদ সম্মেলনে একজন প্রতিবেদক এই হুমকি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প জানান, তার মাঝে মাঝে সেই সময়ের কথা মনে পড়ে যখন ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার প্রচারণা সমাবেশে তার কানে গুলি লেগেছিল।

ট্রাম্প বলেন, “আমি মাঝে মাঝেই সেই কম্পন অনুভব করি। আপনি জানেন কি এটা বিপজ্জনক কাজ?”

ব্যবসায়ী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ট্রাম্প শুক্রবার প্রেসিডেন্ট পদকে সবচেয়ে বিপজ্জনক কিছু পেশার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, “উদাহরণস্বরূপ,  রেসিং কার চালকদের মধ্যে ১০ জনে একজন  অর্থাৎ ১ শতাংশ নিহত হয়। ষাঁড় আরোহীদের ১০ জনে এক জন অর্থাৎ ১ শতাংশ মারা যায়। এটা খুব বেশি নয়, কিন্তু  আপনি প্রেসিডেন্টের বেলায় এই হার ৫ শতাংশ। এটা যদি কেউ আমাকে বলত, তাহলে হয়তো আমি প্রতিদ্বন্দ্বিতা করতাম না। ঠিক আছে? এটা খুবই বিপজ্জনক পেশা।”

প্রসঙ্গত, ৪৫ জন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে চারজনকে হত্যা করা হয়েছে। আরো বেশ কয়েকজন প্রেসিডেন্ট এবং পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়