ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা জানতে চেয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৮, ১৫ জুলাই ২০২৫
ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা জানতে চেয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা জোরদার করতে উৎসাহিত করেছেন। এমনকি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে জানতে চেয়েছেন, যদি যুক্তরাষ্ট্র দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে, তাহলে ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কিনা। মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

এই কথোপকথনের সাথে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার একদিন পর ৪ জুলাই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন।

সংবাদমাধ্যমটি আরেো জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়েও আলোচনা করেছেন।

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।

ট্রাম্প ওই সময় জানিয়েছিলেন, পুতিনের সাথে ফোনালাপে তিনি হতাশ হয়েছেন। কারণ মনে হচ্ছে না যে রাশিয়ান নেতা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চাইছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়