ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরি করলে বাতিল হতে পারে ভিসা, ভারতীয়দের সতর্ক করলো মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০১, ১৭ জুলাই ২০২৫
চুরি করলে বাতিল হতে পারে ভিসা, ভারতীয়দের সতর্ক করলো মার্কিন দূতাবাস

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্টোর থেকে ১ হাজার ৩০০ ডলারের জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে এক ভারতীয় নারীর বিরুদ্ধে। এই ঘটনার পরই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসা সংক্রান্ত সতর্কতা জারি করেছে। 

মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাই করলে ভিসা বাতিল হতে পারে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে এক ভারতীয় নারী ১ হাজার ৩০০ ডলারের জিনিসপত্র চুরি করার সময় ধরা পড়েন। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল বুধবার একটি ভিসা সতর্কতা জারি করেছে। যেখানে বলা হয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাই করলে ভিসা বাতিল হতে পারে।”

দিল্লিস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখেছে, “মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা বা চুরির ঘটনায় কেবল আপনার আইনি সমস্যাই হবে না, এতে আপনার ভিসা বাতিল হতে পারে। এসব বিষয় ভবিষ্যতের মার্কিন ভিসার জন্য আপনাকে অযোগ্য করে তুলতে পারে।”

সতর্কবার্তায় আরো বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশি দর্শনার্থীরা সব মার্কিন আইন মেনে চলবেন বলে আশা করে।”

হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ভারতীয় নারী টার্গেট স্টোর থেকে জিনিসপত্র চুরির করার অভিযোগে পুলিশি তদন্তের মুখোমুখি হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে সাত ঘণ্টার বেশি সময় ঘোরাঘুরির পর ওই নারীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, ওই নারী প্রায় ১৩০০ ডলার মূল্যের জিনিসপত্র চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুলিশের বডিক্যামেরা ফুটেজে এক টার্গেট কর্মী অভিযোগ করছেন, “এই নারী সাত ঘণ্টা ধরে দোকানে ঘুরছিলেন। তিনি জিনিসপত্র তুলছিলেন, ফোনে দেখছিলেন, এক শেলফ থেকে আরেক শেলফে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত কোনো পেমেন্ট না করেই দোকানের পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।” 

ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং জিনিসগুলোর দাম মেটানোর প্রস্তাব দেন। তিনি বলেন, “আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না।” জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা বলেন, “ভারতে কি জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না।”

এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ ওই ভারতীয় নারীকে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে যায়। ভিডিওতে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে। যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়