ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিন ইউক্রেন সমস্যার সমাধান চান, তবে...

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২০ জুলাই ২০২৫  
পুতিন ইউক্রেন সমস্যার সমাধান চান, তবে...

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। তবে এর আগে মস্কোর তার লক্ষ্য অর্জন করতে চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় টেলিভিশনকে রবিবার এ কথা বলেছেন। 

পেসকভ জানিয়েছেন, বিশ্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠোর’ বক্তব্যে অভ্যস্ত। 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ইস্যুতে তিনি পুতিনের পদক্ষেপে হতাশ। রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময় সীমার মধ্যে যুদ্ধবিরতির পদক্ষেপ না নেয় তাহলে মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া যেসব রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজের প্রতিশ্রুতিও দিয়েছেন। এই প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। 

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন বারবার ইউক্রেনীয় সমাধান যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এর জন্য প্রচেষ্টা প্রয়োজন এবং এটি সহজ নয়।”

তিনি বলেছেন, “আমাদের জন্য মূল বিষয় হল আমাদের লক্ষ্য অর্জন করা। আমাদের লক্ষ্যগুলো স্পষ্ট।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়