ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওবামাকে গ্রেপ্তারের ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২১ জুলাই ২০২৫   আপডেট: ০৯:২১, ২১ জুলাই ২০২৫
ওবামাকে গ্রেপ্তারের ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন। সোমবার এই ভিডিও পোস্ট করে বারাক ওবামার উপর তার আক্রমণ আরো তীব্র করলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, ওবামাকে দুই এফবিআই এজেন্ট হাতকড়া পরিয়ে দিচ্ছেন। এ সময় ট্রাম্পকে বসে হাসতে দেখা যায়। ভিডিওটির শেষে কমলা রঙের জাম্পস্যুট পরা ওবামাকে কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সমালোচকরা ট্রাম্পের এই ভিডিওর তীব্র সমালোচনা করে বলেছেন, এটি ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ কাজ। 

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন,  ওবামা ‘উচ্চ-স্তরের নির্বাচনী জালিয়াতি’ করেছেন।

গত সপ্তাহে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছিলেন, ২০১৬ সালের নির্বাচনের পর ট্রাম্পের প্রেসিডেন্সি ঠেকাতে ওবামার সাবেক কর্মকর্তারা ট্রাম্প-রাশিয়া যোগসাজশের তত্ত্ব তৈরি করেছিলেন। এ ব্যাপারে ‘চমৎকার’ এবং ‘অপ্রতিরোধ্য’ প্রমাণ তার কাছে রয়েছে। তিনি  ওবামা প্রশাসনের বিচারের আহ্বান জানিয়েছেন।

তুলসি এক্স-এ এক পোস্টে লিখেছিলেন, “আমেরিকানরা অবশেষে সত্য জানতে পারবে যে কীভাবে ২০১৬ সালে, ওবামা প্রশাসনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা গোয়েন্দা তথ্যকে রাজনীতিকরণ এবং অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা অভ্যুত্থানের ভিত্তি তৈরি করা হয়েছিল। এটি আমেরিকান জনগণের ইচ্ছাকে বিকৃত করে এবং আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে দুর্বল করে দেয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়